নদীর তীর ভাঙ্গে, পাড় ভাঙ্গে, ভাঙ্গে চাষ জমি
বিলিন হয় গাছপালা, ভাঙ্গে বসত বাড়ী!
বর্ষাকালে অগ্নিমূর্তি, শীত কালে শান্ত, দর্শনার্থী
দেখতে এলে মন হয় অশান্ত।
নদীর এদিক দেখে সেদিক দেখে, খুঁজে নদীর কুল,
নিজের মত চলতে থাকে তাতে নাই ভুল।
নদীর তীরে বসত বাড়ী নদী গর্ভে বিলীন, চাল
নাই, চুলা নাই ফিরবে কবে সুদিন।
সব হারিয়ে সর্বহারা পথে পথে ঘুরি, শরীর খাটিয়ে
পেটের ভাত, খুঁজে ফিরি থাকার ঘর !
এখন আমি বাস্তিবাসি, ধন সম্পদ নাই
নদী ভাঙ্গ নে নিঃস্ব হলাম, থাকলো শুধু মনে,
স্বপ্নের মাঝে আঁতকে উঠি, এখন কি যে করি!
সর্বগ্রাসী নদীর ভাঙ্গন এটুকু আমি মানি।