ঘুট্ঘুটে অন্ধকার, নিঃশব্দ রাত, অমাবস্যায়
চাঁদের আলো ঢাকা। পৃথিবীর বুক কালো
অন্ধকারে ঘেরা বেহালার করুন সুরের মুর্চ্ছনায়
ধর্ষিত হলো ষোড়শী বালিকার দেহ।
ধুলিন্ঠিত হলো মূল্যবোধ, মানবিকতা ক্ষত
বিক্ষত ষোড়শ দেহ, নষ্ট সভ্যতায় শকুনের
নখের আঁচড়, চুল গুলো এলোমেলো আতংকে
মুখ লুকিয়ে রেখেছে মাটির দিকে নিজের প্রতি
নিজেকে ঘৃর্না করছে,লজ্জা, অভিমানে,সমাজ
বার বার তার দিকে আঙ্গুল তুলছে!
বেঁচে থাকার স্বপ্ন স্বাদ মরে গেছে লোক লজ্জার
ভয়ে, রাস্তার পাশে মৃত দেহ, পুলিশের সহায়তায়
লাশ মর্গে, অর্ধ উলোংগ দেহ, কেটে ছিঁড়ে পোষ্ট
মটেম করা হয়েছে, ধর্ষিতা হয়েছিল জীবিত
অবস্থায় মৃতের পরেও দেহে অত্যাচার!
সমাজ থেকে সভ্যতা, মানবিকতা, মূল্যবোধ,
বিবেক আজ হারাতে বসেছে পৃথিবী, ঘরে বাহিরে
নারীরা প্রতিনিয়ত পাশবিক নির্যাতনের স্বীকার! কবে
স্বাধীন ভাবে নারী সমাজ নিজের মত করে খোলা
আকাশের নীচে বিচরণ করবে!পাশবিক নির্যাতন,
ধর্ষণ, কটূক্তি মুক্ত সমাজে, বলতে পারেন ?