গতকাল রাতে সারারাত ঘুম আসেনি
দু’চোখের পাতায় বিছানায় ছট পট করেছি,
অসহ্য যন্ত্রনা চারিদিক থেকে ঘিরে ধরে ছিল !
নির্ঘুম রাত অন্ধকার আমায় গ্রাস করেছে
অজানা আতংক তাড়া করে ফিরছে,
আতংকিত জালে জড়িয়ে মহা সংকটে!
জীবনের স্বপ্নজাল অমাবস্যার আঁধারের মত
ধীরে ধীরে গিলে ফেলে,
অক্টোপাসে আটকানো জীবন কখনো সাফল্য আনে না!
যদি হেরে যাই, কালো অন্ধকারে,
যদি বিলীন হয়ে যায় জীবনের সব স্বপ্ন!
তবে বিধস্ত জরাজীর্ণ দেহ থেকে লাভ কি ?
ছুটে চলে মানুষ ভেবে দেখার সময় নাই,
আত্ম-গোপন করে মানুষ হারিয়ে যাবে মনুষ্যত্ব;
ভবিষ্যতের কাছে কি রেখে যাবে।