বুকের বা পাশে হঠাৎ চিন চিন করে ব্যথা করছে
অনেক দিন পর তার সাথে দেখা
জানিনা কার অপরাধ ছিল সে দিন!

মুখোমুখি দু’জনে কথা নাই কোন
প্রকৃতিতে যেন নিথর নিরাবতা
মনের অলি গলিতে ভাব প্রকাশের ব্যাকুলতা!

নীরবতা ভেঙ্গে বলে ফেললাম কেমন আছো?
মনে হলো সারা আকাশ জুড়ে বারিধারা নেমে এলো
হৃদয়ের অলিন্দে কেন এত অস্থিরতা।

রেস্টুরেন্টের গোল টেবিলে এ পারে ওপারে মুখোমুখি বসা
স্মৃতির জানালায় দখিনা হাওয়ার দোলা
যেন স্বপ্ন পুরিতে মনের আনন্দে ভেসে চলা।

চোখের পলক বিহীন এ্যাকে অপরের দিকে দেখা
শরীর কেন এত কাঁপছে, গলা কেন শুকিয়ে যাচ্ছে
কই কোন কিছু বলছে না কেন? আমি তো বললাম!

ওয়েটারের দেয়া গরম কফির কাপে কুণ্ডলী প্যাঁচা ধুঁয়া
এখনো ঐ আগের মত আছে চুপচাপ কফি তে চুমুক দিচ্ছে
কফি খাওয়া শেষ হতেই উঠে দাঁড়ালো!

নীরবতা রেখে আস্তে আস্তে রেস্টুরেন্ট ত্যাগ করল
আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম.....................।