তুমি বিনা দুঃখ কষ্টে কাটছে আমার দিন রাত্রি
হৃদয়ের ভিতর হাতড়ে দেখ, তুমি ছাড়া নেই বাতি
নিজেকে গ্লাস ভাবি, তুমি সেই গ্লাসের জল,
আমি তোমার পরনের শাড়ি লেপটে আছি বল!

দুঃখ একটা নদী, জীবনটা একটা নদীর মতন
মানুষ একটা নদী, সুখ দুঃখ দুই টি তীর
কেউ ভালবেসে সুখী হয়, কেউবা ফকির
আমায় ভালবাসলে পাবে হৃদয় নিংড়ানো ভালবাসা।

আমি যদি সমুদ্র হই, তুমি হবে ব-দ্বীপ ঢেউ র উত্তলে
জড়িয়ে থাকবো তোমার চারিদিক, সূর্য উঠবে,
সূর্য ডুববে জড়িয়ে থাকবে তুমি, আলিঙ্গনে দুঃখ হবে
আহত চুম্বনে হবে তোমার কপালে টিপ!

তোমাকে আমার মনে গুঁজে রাখব, খোপায় হব ফুল,
ঝর্ণার জল হয়ে গড়িয়ে পড়ব দেহ হবে টলমল
প্রেমের উঞ্ছ বন্ধনে হারিয়ে যাবো অজানায়!