কোথা থেকে এসেছো তুমি
কোথায় যাবে চলে.........!
মাঝে র সময় দুনিয়াদারি
ভুবন করেছো ভারী।
আসা-যাওয়ার পথের ধারে
থমকে দাঁড়াও তুমি,
প্রকৃতি তে জন্ম তোমার
প্রকৃতি তে হয় ক্ষয়!
কৃত কর্মের টালবাহানাতে
মনিল হাসির জয়।
বিষবৃক্ষ অবগাহনে বিষাক্ত
হয়েছো তুমি,
বিষাক্ত শরীরের নিঃশ্বাস
ছড়িয়ে পড়েছে ভুবন তরীর মাঝে।
ভাল হতে সময় লাগে না
যৌবন যাবে ক্ষয়ে, পথের ধারে
পড়ে রবে আসবে না কেউ ধেয়ে!
তোমার দেহে বান ডেকেছে
রুখা বড় দায়, ভাল মন্দের বিচার
না করে, নিজের খায়েশ মিটাও।