চোখের সামনে যখন দেখি
জীবনের ঘটে যাওয়া ঘটনা
হৃদয়ের ভিতর হু হু করে উঠে
নিমেষেই চলে যাই অতীতে
আমি কি সেই আমি!

কত স্বপ্ন কত চাওয়া কোন টায়
কেন্দ্র বিন্দুতে মিলে নাই,
জীবনের অর্ধ-সেঞ্চুরি পার করে ফেলেছি
কোন কিছুই সাধনার বাহিরে নয়।
একবার উঠি তো আর একবার পড়ি!

প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করি,
কতটুকু মানুষ হিসাবে দায়িত্ব পালন করেছি
শুধু কি নিজের চাওয়া কে প্রাধান্য দিয়েছি
মানুষ হিসাবে পৃথিবীতে এসে ক’জন
মানুষের উপকার করতে পেরেছি.............!

আবার, কতটুকু জন হিতকর কাজ করেছি
নাকি বার বার নিজের কথা ভেবেছি!
সমাজ বদ্ধ মানুষ একা বাস করতে পারে না।
পরিবেশ ধ্বংস, বন-জঙ্গল উজাড় করে উঁচু
উঁচু  বিল্ডিং, তরঙ্গে রোগ-জীবাণু ভাসে সব
মানুষের জন্য..................!

কই আমি তো কোন বাধা দেয়নি, দেয়ার ইচ্ছা
টুকু প্রকাশ করিনি! সব সময়ই নিজের স্বার্থের
কথায় ভেবে গেছি। তবে কি আমি মানুষ!