নিরাবতায় আমি বড় সুখী
নিরাবতার মাঝে নিজেকে নিয়ে ভাবি সারাক্ষণ
অন্ধকার আমার প্রেমের আলিঙ্গন
বিশ্বাস রাখি নিজের উপর যখন নিজেকে দেখি না
চোখ বন্ধ করে হারিয়ে যায় নিজের ভুবনে
কেউ আমাকে বিরক্ত করবেনা না সবটাই আমার ।
আলোর মাঝে আমি হতাশায় ডুবে যায়
কেউ সত্য বলে না কাফোনের কাপড় কিনবে মিথ্যা বলে
চিকিৎসা করাবে মিথ্যা বলে,
না খেয়ে আছি মিথ্যা বলে, চোখে দেখতে পায় না মিথ্যা বলে,
কটা বাজে ঘড়ি দেখে মিথ্যা বলে, সর্বত্র ই মিথ্যা ছড়িয়ে আছে
মিথ্যা দিয়ে দিন শুরু মিথ্যা দিয়ে শেষ হয়!
সমাজে বার রকমের মানুষের বসবাস
তারা কেউ সুখী নয় যার যার অবস্থান থেকে হতাশ অসুখী
কি কারন ভিতরে গিয়ে দেখি মূলে চাওয়া পাওয়া হিসাব
অন্ধকারে জন্ম আমাদের অন্ধকারে ফিরে যাওয়া
আলোর ভুবনে মরীচিকায় বেঁচে থাকা……….
এটাই তো জীবন।।