এই ছেলেটা মাটির মানুষ
এই ছেলেটা ভাল নয়,
এ ধরনের বিচার বিশ্লেষণ
স্বভাব তোমার গেল না আর!

চোখের দেখায় কেমন করে
অন্য জনের স্বভাব চরিত্র বিচার কর
চোখের আড়ালে থাকতে পারে
দুঃচরিত্রের গুনা গুন!
                
মহল্লার মাঝে সকল মানুষ
ভাল মানুষের মুখোশ পরে
অন্য জায়গায় করে টা কি
বুঝবে কেমন করে!

ঝলক দেখায় করলে তুমি
ভাল মন্দের হিসাব,
তলিয়ে তুমি করলে নাতো
গুনা গুণের বিচার।

আত্ম-বিচার করলে তুমি
স্মৃতির পাতায় কি আসে
অন্যায় কাজের স্মৃতি গুলো
বার বার কেন চোখে ভাসে।

আত্ম-বিচার নিজেই করো
অন্যায়ের জন্য দাও সাজা
নিজের বিচারে ভাল মানুষ
সেই তো ভাই জগত সেরা।