মাতৃত্ব লাভের ক্ষমতা দেয়নি বিধাতা আমায়
জন্মেছি নারী হয়ে, এ কেমন বিচার তোমার
বহিরাবরণ অন্তরের সৌন্দর্য সবই দিয়েছো আমায়
ঘাটতি শুধু মা হওয়ার স্বাদ নাই আমার ।
দত্তক নিলে মা ডাক শুনব হৃদয় হবে বিহ্বল
গর্ভধারণের অনুভূতি গুলো শুকিয়ে যাবে সব
সকল কিছুই স্বাভাবিক চলে খামতি নাই কিছু
হৃদয়ের সরু পথে অন্ধকার করে বসবাস।
ভাবী বসে নিরালা আমি শুধু একেলা জগত সংসারে
আলোর দিশারী হাত ছানি দিয়ে ডাকে আমায়
দেহে যা কিছু আছে বিধাতা করেছো দান
ভবের মাঝে খামতি শুধু মাতৃত্বের স্বর্গীয় সুখ।
মৃত্যু দূত দুয়ারে দাঁড়িয়ে ভর্ৎসনা করে আমায়
সুখী হও তুমি বাধা নাই দরজা আমার খোলা
সুখী হবে তুমি তোমার দুঃখ শুষে নিবো আমি।
বিষবৃক্ষ হয়ে দাঁড়িয়ে রব আমি ছায়া দিব তোমায়
ভাগ্যদেবী শঠতা করেছে আমায় দিয়েছে অঢেল সুখ
বিধাতার প্রতি কৃতজ্ঞতা জানাই তবুও জন্মেছি ধরায়
নাই বা পেলাম এ জনমে মাতৃত্ব লাভের সুখ।