মনের আকুতি লিখে রাখি কাগজে
বলতে পারিনা ভালবাসি তোমায়,
প্রকৃতির উঞ্চতায় জড়িয়ে আছে তোমায়
আছো তুমি ভুবন তরী র মাঝে।
আকাশ বাতাস এলোমেলো করে আমায়
স্মৃতি দেয় কষ্ট, বুকের উপর পাথর চাপা
চাপা তোমার মুখ, নিঃশ্বাসে নেয় অন্তর্মুখী
ভালবাসার দুঃখ!
ভালবাসার পত্র মিতালী অদৃশ্য জায়গা থেকে
পাতার পর পাতায় লিখি মনের আবেগ দিয়ে,
উত্তর তোমার জটিল বটে, ভালবাসার ক্ষয়!
বেদনা আমার লুকিয়ে রাখি, না পাওয়ার ভয়।