কেন যেন মনটা অস্থির করছে বার বার
কোন কিছুই ভাল লাগছে না আর!
একাকীত্ব উদাস করছে মন
সন্ধ্যা থেকে মুষল ধারে বৃষ্টি পড়ছে ধরায়
জানালার ফাঁক দিয়ে মন ছুটে যায় দুরে!
বরিষণে র বারি ধারায় সাঁজ বেলার পরিবর্তন
প্রকৃতি যেন খেলা করছে আবেগ নিয়ে ?
বৃষ্টির ধারার মত কষ্টের ধারা হৃদে মাঝারে
না বলা অনেক কথা গুমরে মরছে অন্তরে
ঘন-বৃষ্টি যেন আলিঙ্গন করছে আমায়!
মনকে বুঝায় হৃদয় দিয়ে ঢেকে রাখি কষ্ট
বারান্দায় হাঁটি আনমনে শিশির বিন্দু র সাথে
কষ্টের শান্তনা খুঁজি বৃষ্টির ফোটার মাঝে !