বলতে চাই না আমি আমার না বলা কথা
যতই আসুক আমার হৃদয়ে ব্যথা,
বললে কোন লাভ হবে না জানি
না বলা কথা শুধু এক জনই জানি!

কত স্বপ্ন কত কথা, না বলা বড় ব্যথা
যে জানার সেই শুধু জানে,
বলি আমি মনে মনে, অন্য জনে জানুক তা-----
আমি তা চাই না।

অনেক দিনের অনেক কথা, ঘুরে ফিরে শুধু আসে মনে,
নিশি যাপনের কথা! কি দোষ ছিল আমার,
ফাঁসির দড়ি ঝুলা লে গলায়!

চকিতে কোন দিন যদি হয় দেখা, মুখ ফিরিয়ে
নিবে জানি তা, তোমার কথার মায়া জালে জড়িয়ে
ছিলাম আমি।

সেই দিন বড় ভুল করেছি তা মানি!
মন যে বড় বেহায়া, না চাইলেও ডাকে হিয়া।
কুর্ণিশ করি তোমায়, ছলনায় ফেলেছ আমায়!