ক্ষুধা জীবনের চালিকা শক্তি
বাধ্য হয়ে কর্মের স্পৃহা জোগায়,
প্রতিদিন সূর্য উঠে দিন শেষে ডুবে
কালের গর্ভে হারিয়ে যায় সব স্বপ্ন!

ক্ষুধার জ্বালা অসহনীয় সমাজে বহু লোক
না খেয়ে, অর্ধ-পেটা খেয়ে দিনাতিপাত করে
দুঃখ আর কষ্ট নিত্য দিনের সঙ্গী, কে কার কথা
ভাবে!

মায়ের পেটে প্রকৃতি গত ভাবে ক্ষুধা মিটে
আমরা জানি না, কিন্তু মায়ের ক্ষুধা মিটে কি ভাবে!
সমাজের কেউ কি তা কখনও ভেবে দেখে,
একমাত্র সৃষ্টিকর্তা জানে ;

জরা জীর্ণ দেহ ক্ষুধার জ্বালায় সম্ভ্রম বিক্রি করতে  
দ্বিধা বোধ করে না, জীবন বাঁচার তাগিদে,
বেঁচে থাকার রসদ বিনিময় হয় টাকায়!
তারা কি বেঁচে আছে, নাকি মরে ও জীবিত।