মাথায় টুকরি, কোলে বাচ্চা, শাড়ীর আঁচল কোমরে
গুটানো, থ্রি-কোয়ার্টার প্যান্টে র মত শাড়ী পরা ফাঁকা
মাঠের কোনে কালো পলিথিনের ত্রিপল দিয়ে ঘরবাড়ি
সমাজে ওরা বেদেনী সাপ ধরে, সাপের খেলা দেখিয়ে
জীবিকা নির্বাহ করে।
গোধুলী লগ্নে চকচকে সিলভারের পাতিলে ফুটছে টগ
বগিয়ে ফুটন্ত সুখ! জল ফুটে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে
ভাতের গন্ধ, উৎসুক নয়নে পাতিলের চারিদিকে বসে
আছে জনা কয়েক মার্তৃ শিশু।
সূর্যকে যেমন প্রহরায় আছে গ্রহ নক্ষত্র অযাচিত শংকা থেকে
মুক্ত রাখার জন্যে, তেমনি মানব শিশুরা প্রহরায় আছে।
চোখে মুখে অভাবের কোন ছাপ লক্ষ্য করা যাইনি,
এই ভাবে জীবন চলে যায়, সুসভ্য সমাজ থেকে একটু দুরে!
হৃদয় আমার কম্পন দিয়ে উঠে, লজ্জায় আমার মাথা নিচু হয়ে আসে.
ওরাও আমার মত মানুষ তবে কেন এত আমার চাহিদা,
কেন আমার পরিপাটি ঘরবাড়ি প্রয়োজন, কেন আমরা
জাহির করি সুসভ্য সমাজের মানুষ !!