ধুলি ঝড়ের ভিতর এগিয়ে যাচ্ছি
সামনের দিকে,
যদি তোমার দেখা পায়।
সামান্য কথায় অভিমান করে গেলে
ফিরে এলে না আর;
তোমার মাঝে ভালবাসার গভীরতা খুঁজি
কিনারা খুঁজে পায় না!
আমি অগ্নি কে স্পর্শ করে শপথ করেছি
তোমারই জন্য,
তোমার নীরবতা, তোমার চাওয়া পাওয়ার ক্ষণ
আমাকে ভাবিয়ে তোলে!
হৃদয়ের সাথে হৃদয়ের দোলা মনের সাথে মন
চোখে চোখে তাকিয়ে থাকি ভরে না যে মন,
ব্যাকুল হৃদয়ে তোমার চাহনি এ যে অদ্ভুত
স্মৃতির পাতায় চিন্তার ভিড়………
কি করে থামায়!
রাতের অন্ধকারে জোনাকির আলো
ঠিকানা খুঁজে ফিরে,
শাপলা ফুটেছে পুকুরের মাঝে ঘাটে বসে একা
মন হারিয়ে তোমায় খুঁজি গাঁথব ফুলের মালা।
ভালবেসেছিলুম কৈশোরে তোমায় বুঝিনি এত জ্বালা
যৌবনের কামনা পুরুন করেছো
পরিয়েছি তোমায় মালা।
অজানা দিগন্তে খুঁজে ফিরি তোমায়
পাব কি দেখা আর,
হতাশ বদনে ফিরে গেলাম আমি
ধুলি কনা আর ঝড়।