কিছু কিছু স্মৃতি মনকে ভাবিয়ে তোলে
মনকে হারিয়ে দেয় স্মৃতির আয়নায়,
বালু কণা ধুলি ঝড়ে উড়ে যায় আকাশে
কাগজের টুকরো গুলো ঠিকানা খুঁজে বাতাসে
জীবনের বাঁকে ভালবাসার সাথে, সন্ধি করেছে মন,
জানি না থামবে কখন!
টিপ টিপ বৃষ্টিতে আলতো পায়ে চলা, নূপুরের ধ্বনি,
বরিষনের কলতান, উচাটন মন আছড়ে পড়ে গায়।
নীল আকাশে মেঘ জমেছে, সন্ধি করতে চাই মন
পাগলা হাওয়া জড়িয়ে আমায় করছে আদর ক্ষন,
তোমার হাতের স্পর্শ, ভুবন দোলায় মন।
ভালবাসি ভালবাসি তোমায়, থমকে দাঁড়ায় মন
চোরাপথে লুকিয়ে রেখেছো সে যে তোমার মন,
নাগর দোলায় দুলছ তুমি ভালবাসার টানে
একটু একটু করে কাছে পেতে চাই,
তুমি যেখানে মন ছুটে যায় সেখানে,
মন তা জানে।