হৃদয়ের সব টুকু দিয়ে
কাউকে ভালবেসো না
তার কাছে তুমি এক সময় মূল্যহীন হয়ে যাবে।
সে তোমার স্নেহ ভালবাসা কে
দুর্বলতা মনে করবে
তোমার ঐ ভালবাসা স্নেহ কে পুঁজি করে
বার বার সুযোগ নিবে।
সব সময় সত্য কথা বলা ঠিক হবে না
সে তোমার সরলতাকে দুর্বলতা ভেবে
নিজের স্বার্থ সিদ্ধি তে মত্ত হয়ে উঠবে !
তুমি তোমার ভালবাসা আর বিশ্বাস কে
গুরুত্বহীন ভেবে ব্যবহৃত হচ্ছো
সেই সুযোগ কে কাজে লাগাবে
নিজের মত করে ।
একটা সময় তোমার ক্রটি ধরবে বার বার
তোমার ভালবাসায় খাদ
তোমার চাহনিতে খাদ
তোমার কথায় হাজারো ভুল ইত্যাদি!
সেই দিন বুঝবে তুমি কত টুকু ব্যবহৃত হয়েছো
মূল্যহীন মনে হবে নিজেকে তার কাছে।