আমার বিয়ের পর,
আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি
কোন এক রমণী আমাকে দেখে মুখ ফিরিয়ে
অন্য রাস্তায় চলে গেলো!
অসুবিধা নাই কোন রমণী যদি আমাকে না
দেখে সে ভাল থাকে, সুখে থাকে,
আমাকে না দেখায় রমণীর জন্য মঙ্গল হয়
আমার জন্যে ও মঙ্গল!
পৃথিবীতে অনেক মানুষ আছে সকলকে কি
আমি চিনি! আবার আমাকে কি চেনে !
তবে কি ঐ রমণী আমাকে চেনে, কে সে
কেন অন্য দিকে মুখ ফিরিয়ে চলে গেল!
ভাবাচ্ছে আমায়….
মনের গহীনে রেখে দিলাম আজকের সময়টা
সত্যি যদি রমণীর কোন ঘৃণা আমার জন্য
জমিয়ে রাখে তবে অবশ্যই আবার দেখা হবে!
দিন যায়, মাস যায় বছর যায় কিন্তু
ঐ রমনীকে আর দেখা যায় না!