সারা পৃথিবীতে মৌন মিছিল চলছে
মিছিলে কোন দাবী দাওয়া নাই,
কেউ কোন শ্লোগান দেয় না
তবে প্রতিদিন মিছিলে নতুন নতুন
লোকজন যোগ দিচ্ছে!
চারিদিকে তাকিয়ে দেখলে হাজার হাজার
কোটি কোটি লোকের সমাগম!
মিছিলে কোন ব্যানার ফেস্টুন প্লে-কার্ড
কোন লাঠি-সোঁটা বা আগ্নেয় অস্ত্র নাই,
সবাই রাস্তায়, সরকারী বেসরকারী স্কুল
কলেজ বিশ্ব-বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এমনকি
পরিবারের বাবা মা থেকে শুরু করে
সমাজের নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী ভুক্ত
সকলে মিছিলে সমাগত!
কেউ বাদ যায়নি এই মৌন মিছিলে, আশ্চর্য
সকলের শরীরে সাদা ধবধবে পোষাক পরা!
পৃথিবীর কেউ জানে না এই মিছিল কবে শেষ হবে
বা আদৌ শেষ হবে কি না ?
মিছিলে নতুন নতুন কৌশল নিয়ে এগিয়ে আসছে,
কি কারণ কেউ ধরতে পারছে না।
পৃথিবীর সকল ধর্মের মানুষ এই মৌন মিছিলে সামিল
সকল ধর্মের মানুষ বিশ্বাস করে
এই মিছিল একমাত্র সৃষ্টিকর্তা জানে কবে শেষ হবে।