কাল-বৈশাখীর তান্ডবে প্রকৃতির গাছপালা আতংকিত
বাতাসের বেগে গাছের পাতা শব্দ করে ষড় ষড়
সবুজ পাতা চুপসে গেছে ঘন বরিশনে।
ঝড়ের বেগে হেলে দুলে নেচে উঠে পাখিদের বাসা
ঝড় বৃষ্টির দিনে পাখিদের প্রাণ থাকে হাতের মুঠোয়
খড়কুটো তে তৈরি বাসা পাখিদের অন্তঃ প্রাণ ।
ঝড়ের ঝাপটায় পাখির ছানা মৃত্যুর ভয়ে সারাক্ষণ
নিজের জীবন তুচ্ছ করে বুকে আগলে রাখেন মা
আশ্চর্য! আমরা সবাই হতাশ হই থেকে দালান ঘরে।