তোমার বিষন্নতা আমাকে কষ্ট দেয় হাস্য-উজ্জ্বল দেখবো বলে,
অপেক্ষায় থাকি ! তোমার যত কষ্ট বেদনা আমায় দাও
আমি সব শয্য করে নিবো নীরবে।
তুমি যে আমার শ্বাস-প্রশ্বাস, তোমার সুখে আমার সুখ,
শির দাঁড়ার মেরু দণ্ড তুমি, অন্ধকারের আলো,
আশার প্রদীপ জ্বালিয়ে বুকে আগামীর পথ চলি।
প্রতিদিন সূর্য উঠে নতুন খবর নিয়ে,
রোদেলা আলো ছড়িয়ে পৃথিবী আলোকময় করে,
মনের বিষন্নতা সরিয়ে দেয় সুখের প্রাপ্তি মেলে
ছোট ছোট দুঃখ গুলো দুরে ঠেলে আসে আনন্দের গতি।
ট্রেন ছুটে যায় তোমায় ছেড়ে শব্দের প্রতিধ্বনি
উড়ে যায় শ্বেত পায়রা পাখায় ভর করে,
আকাশ পানে চেয়ে দেখি মেঘ-বালিকারা ঘুরে
সুখের আশায় মোরা দু’জন মন-মন্দিরে বসে!