আকাশের গায়ে মেঘ লেগেছে
চাঁদের মুখ গুমড়া ঔ
অন্ধকারে হাতড়ে খুঁজি
তারার মেলা গেলো কই!
স্বর্ণ লতা বাবলা গাছে
ঝাঁকড়া চুলের বাবরি ঝুলে
পক্ষিরা সব আনন্দে দুলে
ছায়া দ্যাখ ভুবন তলে।
পথিক হাঁটে পথের মাঝে
আড় চোখে তাকিয়ে দ্যাখে
খুশির ঝলক চোখে মুখে
অজান্তে মন নেচে উঠে ।
গোধুলী লগ্নে ঘরে ফিরে
রাখাল বালক গরুর পালে
মন ছুটে যায় অজানা পানে
আযানের ধ্বনি কানে বাজে ।