কথার পিঠে কথা আসে মনটা থাকে বোবা,
মোবাইলে মুখ গুঁজিয়ে হৃদয়ে রাখে রোজা,
আবেগ ছাড়া ভালবাসা মনটা উড়ু উড়ু,
কষ্টের বোঝা বুকের মাঝে ভালবাসা শুরু
দীর্ঘ শ্বাস ওপাশ থেকে কানে ভেসে আসে,
সময় হলে দেখা হবে ভাবছে বসে বসে !
ছন্নছাড়া পারিবারিক জীবন ডিজিটাল যুগে
একা থাকার আনন্দ খুঁজে মোবাইলের সাথে
একান্নবর্তী পরিবার এখন গল্প কথায় আছে
ভালবাসার আনন্দ টুকু নিজের কাছে রাখে
কারন ছাড়া কথা হয় না ছোট পরিবারের মাঝে
আলাপ আলোচনায় অনিহা সবার নিয়ম বেঁধে চলে,
সুযোগ পেলে মোবাইলে মুখটি গুঁজে থাকে।