যে দিন আমি বলেছিলাম ভালবাসি তোমাকে
তুমি ভেবে ছিলে ভণিতা করছি !
সারারাত দুই চোখের পাতা এক করতে পারিনি,
আজও মনে পড়লে অন্য মানুষ হয়ে যাই আমি ।
নিজেকে নিজে বুঝিয়েছি বার বার কিন্তু সত্যকে ভালবাসতে পারিনি
সিদ্ধান্ত নিলাম আজ থেকে মিথ্যাকে ভালবাসব !
এখন আমি খুব ভাল আছি ভালবাসার মানুষ আছে,
আজ এক জনের সাথে ভালবাসা বাসি খেলি তো কাল অন্য এক জনের সাথে !
কে কি বললো যায় আসে না, আমি তো মিথ্যাকে ভালবাসি
সে আমার সাথে আছে, যদি চলে যায় তাতে দুঃখ নাই
আমি তো মিথ্যাকে ভালবাসি।
হঠাৎ তুমি এসে বললে আমায় অনেক ভেবে চিন্তে দেখলাম
আমি সত্যি সেদিন তোমায় বলেছিলাম ভালবাসি,
আজ আমি তোমায় বলছি ভালবাসি !
কোন উত্তর না দিয়ে তাকিয়ে রইলাম আর ঐ দিনের কষ্ট খেলে গেলো হৃদয়ে !,
আমি হেসে বললাম আমি তো সত্যকে ভালবাসি না, মিথ্যাকে ভালবাসি
যতই কষ্ট হউক না কেন, আমি মিথ্যাকে ভালবেসে যাবো !
সত্য কথার ও সত্য ভালবাসার কোন সম্মান মর্যাদা নাই।