আলোক-রশ্মি দুরে দাঁড়িয়ে আছ
অজানা অভিমানে,
আমি তোমার পায়ে পা মিলিয়ে
হাঁটতে চায় !
ঝরা বকুল ফুল দু’জনে কুড়োতে চায়
ভোরের কুয়াশায় শিশিরের ঘাসে
পায়ের ছাপ ফেলতে চায়,
বাবুই পাখির মত নীল আকাশে
ডানা মেলে উড়তে চায় !
মেঘের সাথে বৃষ্টির ভাব
ঝর্ণা ধারার মত ঝরতে চায়,
দুরে নীল আকাশ পৃথিবীর বুকে মিশে
তোমার সাথে মিশতে চায় !
বাতাসের সাথে ধুলো কণা মিশে
তেমনি তোমার সাথে মিশতে চায়,
তোমার জীবনের সাথে আমার জীবন
এক সুত ই বাঁধতে চায়!
তোমার সাথে মিশতে চায় !