মন চাই নীল আকাশে উড়ে উড়ে বেড়াতে
বাদ সাথে পাখা নাই সাথে
পাখিরা উড়ে যায় কি যে মনের আনন্দে
ধরায় বসে দেখি দুঃখ ভরা হৃদে!
আজ কাল আর আগের মত মন ভাল লাগে না
প্রকৃতির বৈরিতা ঋতুর উল্টো প্রভাব
শীতলতা হারিয়ে পরিবেশের গুমট ভাব
প্রাণ যেন যায় যায় !
শ্রাবণ মাসে আর চারিদিকে জল থৈ থৈ করে না
জমিন ফেটে চৌচির ফসলের দেখা নাই
কৃষকের মন ভাল না ফসল ফলাতে বিমুখ
খাল বিল নদী নালা হাওড় বাওড় চাতক পাখির মত !
খনা র বচন আর এখন যায় না শোনা
রোদ হচ্ছে মেঘ হচ্ছে খ্যাক-শিয়ালের বিয়ে হচ্ছে
আমার মধুর গ্রামে বর্ষাকালে ব্যাঙ’র ডাক শুনা যায় না
যায় না শুনা শীতের রাতে শিয়াল আর কুকুরের ডাকে র মেলা ।
এখনকার সময়টা যেন ডিজিটাল আবেশে ভরা
প্রেম ভালবাসা আদর যেন ওয়ান টাইমের চাওয়া
প্রকৃতি ও যেন আর ভালবাসতে চায় না আমায়
মৃত্যুর অপেক্ষায় যেন আমাদের বেঁচে থাকা।