আমি মরে যাওয়ার পরেও বাঁচার বড় সাদ জাগে মনে……
আমি যে নষ্ট লোক, তোমাকে অসতী করেছি
তোমার দেহের দেউড়ীতে আমার যত জিঘাংসা
তুমি জন্ম দিয়েছো ফুটফুটে এক সন্তান ।
হায়ানার মত আমার যৌবন লালশা
তোমার দেহে ঝাঁপিয়ে পড়ে মিটিয়েছি নিজের মত করে…
কখনো জানতে চাইনি তোমার ইচ্ছা আছে কি না,
জানতে চায়নি তোমারও যৌন ক্ষুধা আছে কি না!
তুমি মন খারাপ করে খাটের এক কোণে বসে থাক
আরে ভাই, আমি হংসের জাত পংকের মধ্যে খেলা করি
আর গা ঝাড়া দিয়ে বেরিয়ে যায়।
আমার গায়ে তো কোন কাদা লেগে থাকে না।
কেউ আমাকে সন্দেহ করে না কারণ আমি দাতা আর তুমি তো গ্রহীতা !
সমাজে হবে অসতী!!
যতদিন তুমি আমাকে মনে রাখবে ততোদিন আমি এই ধরিত্রীতে বেঁচে থাকবো
আমার কোন মৃত্যু নাই
তোমার কল্পনার মাঝের স্মৃতি টুকুই যে আমি !
আমার শরীর হাড়-মাংস, অর্থাৎ শরীরের সমস্ত যন্ত্রপাতির কোন প্রভাব
তোমার শরীরকে স্পর্শ করবে না, শুধু স্মৃতিটুই আমি!