ধরার মাঝে বেঁচে আছি মৃত্যুর অপেক্ষায়
কৃত-কর্মের বিচার হবে নতুন দুনিয়ায়,
প্রকৃতির মাঝে চলাফেরা রূপের বাজিগর
ধন দৌলত লোভের আশায় মেতেছি সবাই।
স্বল্প আয়ু, স্বল্প জীবন, যৌবন রসের খেলা
ভাল মন্দের বিচার ছাড়া মিলেছি মেলায়,
সূর্য উঠে, সূর্য ডুবে এইতো প্রকৃতির খেলা
এরই মাঝে জীবন চলে, চলছে সারাবেলা।
পেটের দায়ে কর্ম করি, কামে ডুবে সব
ছেড়ে যাওয়ার ভয় নাই ভোগে মত্ত সবাই।
ধনী গরিব ধরার মাঝে আছে ভুরি ভুরি,
গরীবের কথা চিন্তা ছাড়া ভোগে ই মগ্ন থাকি।
হঠাৎ এই দেহ আষাঢ় হবে, লুটিয়ে পড়বে ধরায়,
দমকা হাওয়ায় চোখের পাতা বন্ধ হয়ে যাবে,
মৃত্যু নামে সঞ্জীবনী সুধা করবে তুমি পান,
অন্ধকারে মাটির নীচে থাকবে অনন্তকাল।