মারণাস্ত্র তার কোন জাত পাত নাই
নাই কোন ভাষা, নাই কোন জ্ঞান
শিশু, কিশোর, বালক, যুবক, বৃদ্ধ বা
প্রাণী কুল সহ পরিবেশ নিমেষে
ধ্বংস করে ফেলে, শুধু হুকুমের অপেক্ষায়…
আনন্দ লোকে, কোলাহলে, কোন এক মঞ্চে
আনন্দের মাঝে বিষাদ ঢেলে দিতে পারে
নিমেষেই নিতে জানে প্রাণ, দেখতে পারে
রক্তের লেলিহান স্রোত, মাটিতে লেপটে
দিতে পারে মাংসের পিণ্ড, বিচ্ছিন্ন করে
দিতে পারে দেহের বিভিন্ন পাট।
মানুষ নেতা, নেত্রী রা এখন আর বুদ্ধির
খেলা খেলে না, সাধনার পথে হাঁটে না,
পরিশ্রম করে না, জ্ঞান অর্জনের জন্য
লেখাপড়া করে না, অন্য জনকে আদর্শ
হিসাবে দেখে না, কিন্তু জেদ আর হিংসা
প্রতিনিয়ত মাথায় খেলে, সর্বশেষ মারণাস্ত্র
দিয়ে হত্যা করে নিজের আখের গোছায়।