ডিসেম্বর মাস মানেই বাঙ্গালীর বিজয়ের মাস
পরাধীনতার শৃঙ্খল মুক্ত বাঙ্গালীর মাস,
স্বাধীন দেশের মুক্তিবাহিনীর প্রকাশ্যে পদ যাত্রা
হাতে রাইফেল উষ্ক খুষ্কো মাথার চুল,
মুখে একরাশ দাঁড়ি, দিনের পর দিন না খাওয়া
শরীর, চোখে অগ্নিস্ফূলিঙ্গ, আবেগ, দেশ আমার,
মাটি আমার, মা আমার অন্য কোন চিন্তা নাই।

রাস্তার দু’ধারে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের দেখার
জন্য উৎসুক জনতা জয়ধ্বনি দিয়ে বীর সন্তানদের
বরন করে নিচ্ছে, বঙ্গ-জননী মা তার মুক্তিযোদ্ধা
সন্তানকে খুঁজে ফিরছে সাবু কে কোথাও খুঁজে
পাচ্ছে না। হৃদয়ে মায়ের স্বাধীনতার আবেগ, সাথে
পুত্র হারানোর শোক, মা কোন আবেগ কে বেছে নিবে ?

মুক্তিযোদ্ধা কে পঞ্চাশ বছর পিছনে ফেলে এসেছি
মা এখনও বিজয়ের মাসে ঐ দিনের স্মৃতি আজও
বুকে আঁকড়ে ধরে বেঁচে আছে, বিজয়ের অনেক
মাস বছর দিন কেটে গেছে কিন্তু সাবু’র কথা কেউ
বলেনি, মায়ের বুকের ধন মায়ের বুকে গেঁথে আছে।
মার দেহ থেকে খসে গেছে সব, নব-জন্ম নিয়েছে
মাতৃভূমি, রক্তের দাগ আজও শুকায়নি।