ভয়ংকর আতংকে দিন কেটে যাচ্ছে
চারিদিকে মহামারী র ধ্বংস ইস্তুপ,
মৃত্যু পরস্পর মুখোমুখি দুয়ারে দাঁড়িয়ে
নীরবে একটার পর একটা সাদা
কাফনে মোড়ানো মৃত দেহের সারি,
বাক শক্তি হারিয়ে আত্মীয় স্বজন তাকিয়ে
তবুও অনেকের মৃত্যুর ভয় নাই,
মানুষের জন্য তাঁরা বেঁচে থাকে
বিবেকের সাথে নিজের যুদ্ধ চলে,
জাগ্রত করে বিবেক তারাই যুগে যুগে
বেঁচে থাকে, নতুন প্রজন্মের কাছে।
ইতিহাসের পাতায়, তোমাদের কুর্নিশ জানায়!
(কবিতাটি ২৭.০৭.২১ ইং তারিখে করোনা মহামারীর সময় ডাক্তার ও নার্সদের উদ্দেশ্যে লেখা)