টিভির খবরে দৈনিক পত্রিকায় প্রতিদিন দেখি
কত সারি সারি লাশ, মানুষকে করেছে অপর
মানুষ রূপী টুকরো টুকরো করে খুন !
বাপের বখে যাওয়া বখাটের দল হিংস্র থাবায়
কত শিশু মা বোনের সর্বনাশ!
কাজের অভাবে কত শিক্ষিত বেকার যুবক অংকুরে
বিনষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন, কেউ খোঁজ রাখে কি !
প্রতিদিন কত মানুষ অনাহারে,অর্ধ-পেটায় ক্ষুধার জ্বালা
লুকিয়ে রেখেছে নিজের মনে,
নিপীড়িত নির্যাতিত মানুষের প্রশ্ন জাতির কাছে
আর কত ধৈর্য ধরলে প্রতিকার হবে !
দু-বেলা দু’মুঠো খাবার, স্বাভাবিক জীবন চাওয়া কি অন্যায়!
আর কত পরীক্ষা দিতে হবে বলতে পারেন!
সমাজের উঁচু নিচু অদৃশ্য প্রাচীর ভেঙ্গে হৃদয়ের দরজা খুলে
এক হও, মনের ব্যারিকেড ভেঙ্গে মানবতার কাতারে এক হও
মানুষের পাশে মানুষ থাকবে এটাই তো সত্যি।
মানবতা কি যাদু ঘরে