মনের মাঝে আনন্দ খুঁজে ছোট খোকা বাবু
মায়ের সাথে খুনসুটি করে অন্যরা হয় কাবু
অনেক দিন খুঁজি না তোমায়, তুমিও খুঁজো
নাই আমায়!
বিশ্ব-ব্রোহ্মান্ডের একটি নক্ষত্র আলো যে ছড়ায়,
অন্য গ্রহে খুইয়ে যায় আলো।
খোকা বাবু মায়ের কাছে চিরকালই ছোট
মায়ের মন আল গে রাখে ফুটিয়ে বেড়ায় আলো
খোকা বাবু অষ্টাদশী প্রেমে হাবু ডুবু খায়,
মায়ের চোখে সর্বনাশী বলতে নাহি চায়।
মা ছেলের প্রেম যে জন্ম জন্মান্তরের,
ছেলে তাকিয়ে থাকে মায়ের দিকে ,
প্রশ্ন করে মা ! কি খুঁজছিস আমার মুখে,
অষ্টাদশী খোকা র হৃদয়ে মা সব বুঝতে পারে !
বঁধু বরন করে ঘরে তোলে মা, কিন্তু
কিছুতেই মন থেকে ছেলে কে ছাড়তে পারে না।
মায়ের প্রতি ভালবাসা ধীরে ধীরে কমে আসে,
মন থেকে মেনে নিতে পারে না।