আমি দেখে হতবাক হয়ে গেলাম..........
সকলে আমরা চাকরিজীবী মেসএ থাকি খাওয়া-দাওয়া এক সাথে
একে অপরের সুখে দুঃখে সকলে ঝাঁপিয়ে পড়ি
থাকে না কোন প্রকার পিছু টান সাম্যবাদের থিউরীর মত ।
আমরা মানব প্রজাতি সভ্যতার চরম শিখরে বসবাস করি
তবে সভ্যতা কি হৃদয়ে ধারণ করতে পেরেছি
প্রশ্ন জাগে মনে যে সহ কর্মীর বিপদে ঝাঁপিয়ে পড়লেন
আশ্চর্য আপনি যখন বিপদে পড়লেন ঐ সহকর্মীর উল্টো রূপ ।
আমিত্ব স্বার্থ লোভ-লালসা মানুষকে অমানুষ করে তোলে
সাম্যবাদের আদর্শ ধুলায় লুণ্ঠিত !
নিজের টুকু বুঝে নিয়ে গণতন্ত্রের ধ্বজাধারী হয়ে দাঁড়ায়
একাকী পথ চলার ভান করে শুধু নিজের স্বার্থ কে বজায় রাখতে।
হায়রে মানুষ আজ মরলে কাল দুই দিন
স্বার্থ লোভ-লালসা ধন সম্পদ ক্ষমতা নিমেষেই শেষ
কোন কিছুই সঙ্গে যাবে না তবুও চোখের নেশায় পাগল
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তারা মানুষ হয়।