সবুজ দুই ধারে মাঠ মধ্য দিয়ে পাকা রাস্তা
রাস্তার দুই পার্শে অসংখ্য মেহগনি আর শিশু গাছ
প্রচণ্ড তাপ দহ চলছে প্রকৃতি যেন অগ্নীরূপ ধারণ করেছে
তবুও এ যে আমার দেশ এ যে আমার প্রাণের প্রিয় জন্মভূমি।
মটর বাইকের হ্যান্ডেল দু-হাতে ছুটছে নিজের গতিতে
সমস্ত গাছ-পালা সবুজ মাঠ পিছনে ফেলে সামনে যাওয়া
পড়ন্ত বিকেল সূর্য তার মায়ের কোলে যেতে ব্যস্ত
দাঁড়াবার সময় যেন তার নাই।
আমার কর্মের সাথে ট্রাভেলিং ওতপ্রোত জড়িয়ে আছে
কত অজানা জায়গা অচেনা পথ অচেনা মানুষ তাদের সাথে
নিত্য-দিন নতুন নতুন স্থান দেখা এবং জড়িয়ে থাকা
ঈশ্বরের কাছে প্রার্থনা যেন আমায় সুস্থ রাখে অভিযানে।
চলার পথে চোখে পড়ল আট জন বীর শহীদ মুক্তিযোদ্ধা র সমাধি
জগন্নাথপুর, দামুরহুড়া, চুয়াডাংগা জেলা চোখে পড়ার মতন
চারিদিক প্রাচীর দিয়ে ঘেরা ভিতরে বসার স্থান শহীদের সমাধিতে
নাম ফলক বীর সন্তানদের সংক্ষিপ্ত পরিচিতি লেখা !
বাংলার আনাচে কানাচে মীর-জাফরের বংশধর লুকিয়ে আছে
রাজাকার মিথ্যা কথা বলে নিয়ে যায় পাকিস্থানী বাহিনী কাছে
বেঈমানের মনের আশা পূর্ণ করে আট বীর সন্তানকে হত্যা করে
বাংলার মাটিতে এ ধরনের শত শত ঘটনা লুকিয়ে আছে অজানায় !
সকল শহীদের লাল সালাম।