লাবণি আমাদের দেখা হওয়া উচিৎ
ভুল গুলো শুধরে নেয়ার জন্য,
খোলা মেলা আলোচনা হবে
ত্রি কোন চতুর্থ কোন বা সামনা সামনি
ভরা পূর্ণিমার রাতে খোলা মাঠে !
লাবণি তোমার সাথে দেখা না হলে.
আমাদের কথা গুলো ডায়েরীর পাতায়
বন্দি থেকে দম বন্ধ হয়ে মারা যাবে,
ভবিষ্যৎ বংশধররা পোটমেন খুলবে
কোন একদিন আমাদের মুল্যমাণ সম্পদ
ডায়েরীর পাতায় ন্যাপথলিনের গন্ধ পাবে !
সেই দিন বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে
প্রশ্নের পর প্রশ্ন আমার দিকে ছুঁড়ে দিবে
বিবেকের কাছে আমি অপরাধী হয়ে যাবো।
সে দিন তোমার চোখে চোখ রেখে “তুই”
বলে সম্মোধণ করব, সে দিন বাড়ীর আঙিনায়
বেলি গাছে ফুল ফোটার অপেক্ষায় আছে,
সেটি ফুটে চারিদিকে সু-ঘ্রাণ ছড়াবে।