দিনের বেলা হাত পেতে বসে আছি
সূর্যের কাছে একটু আলো পাবো বলে,
হিংসায় মেঘ বিছানার চাদরের মত
আকাশ ঢেকে আলো বন্ধ করে আছে।
আমি রাতে চাঁদ কে প্রশ্ন করি, তুমি আলো
কোথায় পেলে, কেন সূর্যের কাছে ধার করেছি,
মেঘ তোমায় বাধা দেয়নি, কৌশলে মেঘ আর
কুয়াশার মাঝে বেরিয়ে এসেছি!
তীব্র শীত ওমের আশায় সূর্যের দিকে তাকিয়ে,
কুয়াশার গায়ে মেঘ রোদ কে আলিঙ্গন করছে
জোর করে বাধা দেয়া সাম্রাজ্যবাদী চিন্তা,
কেন! পৃথিবী সৃষ্টির পর থেকেই হয়ে আসছে।
সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ. নব্য লুটেরা হয়ে,
জনগণের ঘাড়ে চেপে বসেছে, সংগঠিত হচ্ছে
জনগণ, সুযোগ আসবে আসতেই হবে,
সেদিন পালাবার পথ খুঁজে পাবে না তোমরা।
নব্য কৌশলে পুঁজিবাদ প্রচার প্রসারে মত্ত
আধুনিক প্রযুক্তির যুগে জনগণ মূর্খ বা বোকা নয়,
আড়াল করলেও তা প্রকাশ পাবে !
জেগে উঠবে জনগণ ভেঙ্গে ফেলবে সাম্রাজ্যবাদ।