সব কিছুই সহ্য করতে পারি না এ যে আমার পরিবার!
বাবার আদর কোন দিন জোটেনি কপালে
মা তো এত গুলো ছেলে মেয়ে নিয়ে অথৈ জলে হাবুডুবু খেয়েছে ।

অভিভাবক হীন মায়ের জীবন,
তার সন্তানদের অভিভাবক তিনি নিজেই  
বুকে পাথর চাপা দিয়ে সংগ্রাম করেছে দিন রাত
সকলের পড়া লেখা শেষে নিজে নিয়েছে চিরবিদায়,
মা তার সন্তানদের কখনো বুঝতে দেয়নি তার কষ্ট!

মানুষের মত মানুষ হতে বলেছে মা বারংবার,
টাকা পয়সার লোভ কখনোই ছিল না মার,
দায়িত্ব ছিল সব সময়, ফেলে আসা দিন গুলো
মাকে গাছে পায়, অনুভব করি দুঃখ নাহি যায়।

বট গাছের মত দাঁড়িয়ে ছিলে একা,
শুধু আমরা শাখা প্রশাখা ছাড়া অন্য কিছুই না
দিন যায় রাত যায়, সময় চলে যায় নিজের মতন,
তোমার শিক্ষা বক্ষে আমার, স্মৃতি যে আমায় কুরে কুরে খায়!