কোথায় এলাম কই এলাম
চারিদিকে দেখি অনিয়ম অনাচারের ঘাঁটি
নিয়মের কথা বলতে গেলে ওরাই বলে খাঁটি!

আম গাছে আম ধরে লিচু গাছে লিচু
তারা বলে এ কথাটি সত্য নয় হবে অন্য কিছু!

কথার ভিতরে কথা থাকে জানে সকল সাধু
স্বার্থের যদি ব্যাখ্যাত ঘটে তোয়াক্কা করে না কিছু !

মিথ্যার ভিতর সত্য খুঁজা এ বড় অন্যায়
মিথ্যা এখন সত্য হয়েছে বুঝা বড় দায়
যেমন ইচ্ছে তেমন চলবে নিয়ম মানবে না
নিয়মের কথা বলতে গেলে অন্যায় ছাড়ে না !

হায়রে বিধি মানুষের মন বুঝা বড় দায়
বিধির বিধান সকলের জন্য পাপ বাপ কে ছাড়ে না
সময় এখন ওদের কোলে ভাবছে বড় সুখ
নিয়মের কোলে মাথা রেখে ঘুমেতে বড় সুখ।