ভালবাসার জ্বালা অন্তর দহন
কুরে কুরে খাচ্ছে আমায়,
বেশী ফুলের মালা গেঁথে
অপেক্ষায় প্রহর গুনছি !
কই তুমি এলে না তো ?
কুয়াশা ভরা ভোরে তোমার
আগমনের প্রহর গুনি
ঝুলন্ত বারান্দায় দাঁড়িয়ে আছি,
কই তুমি এলে না তো ?
তোমার মনের বাগানে ভ্রমর
এলো গোপনে দু’হাত ভরে
আলিঙ্গন তুমি করলে না তো !
মান-অভিমানের পালা বদল
মনের দুয়ারে শিকল পরানো
ভালবাসার দমকা হাওয়া
শিকল তোমার ছিঁড়ে না তো।
ভালবাসা আদি সত্য, তুমি
আমায় ইগনোর করছো,
ছেড়ে আমি যাবো না তোমায়
মরনের পরে পাবো আশায়।