শ্রাবণের ধারা ঝরছে ধরায়
মন উচাটন কামনায় ধায়,
বৃষ্টিতে ভিজে দেহ পল্লব তোমার,
কবরী ভিজে জলের ধারায়,
নেমে আসে গায়
দূর আকাশ ডাকে আমায়।
মুক্ত আকাশ শ্রাবণের ধারা
আঁষ্টে-পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তোমায়
রাঙ্গা ঠোঁটে হাসির ফোয়ারা,
বিজলী চমকায় গগন ময় ।
আমার সাথেই শক্রতা তোমার
নিরব উৎপাত করছো আমায়,
ভেঙ্গে দিয়ে গেলে উভয়ের দূরত্ব
দিয়ে গেলে স্বর্গীয় নিঃশ্বাস।
মানে না মন তোমায় ছাড়া,
অজানা টানে টানছে আমায়
ভুবন তরীর মাঝে,
নক্ষত্রের মাঝে হারিয়ে যাব,
তোমায় সাথে নিয়ে !