কবিতা শুনা র জন্য রাত জেগে থাকা
রাতের জোনাকিরা জ্বলছে নিভছে নিজের মত,
কুয়াশায় রাত ঢাকা!
শীতের রাতে শিয়াল ডাকে জাগিয়ে রাখে মন,
কবিতার লাইন কানে ভেসে আসে মুগ্ধ হয় মন!

কবিতা মনকে নিয়ে যায় অন্য কোন খনে
হারিয়ে ফেলি নিজেকে, মুহূর্ত গুলি বার
বার ফিরে আসে হৃদয়ের কোনে অজানা
বেদনার ডালি, হারিয়ে যায় সত্য মিথ্যার
চোরাবালি, আবৃত্তি নিজেকে স্ব বাক করে !

কবিতার মোড়কে জীবনের ছোট ছোট
ভাল আর মন্দ লাগার দোলাচলে দুলি মন
যে আবৃত্তি করে আর যে আবৃত্তি শুনে দু’জনের
বন্ধন গহীনে, মনের অজান্তে; আর যারা শুনে
ভাবনার খোরাক জাগে, নিজের অজান্তে !