জীবনের বাঁকে বাঁকে ছোট ছোট চাওয়া থাকে
বাস্তবের কষা ঘাতে কতক চাওয়ার মৃত্যু ঘটে,
সব চাওয়ার প্রাপ্তি নাই, মাঝ পথে থমকে যায়।

জীবন এক বহতা নদী, ছুটে চলে নিরবোধী
আষাঢ়ে যৌবন জোয়ার, শীতে তে হয় ভাটি,
বয়স কালে থিতিয়ে আসে যদি ও তুমি সুখী।

দিনের পর রাত আসে অলস সূর্য ঘুমিয়ে পড়ে
আলো আঁধারে খপ্পরে যৌবন সুধা উঠা নামা করে,
কালের কুলে হাল ধরে নব-প্রজন্মে র জুটি
অসমাপ্ত কাজ শেষ করে পরিশেষে হয় ছুটি।

দিন যায় মাস যায়, চলে যায় বছর..........
নতুন নতুন উদ্ভাবনী মানব কুলে জুটে,
বিবর্তনের ধারায় পড়ে নতুন কিছু ঘটে
ট্র্যাডিশনাল ধারা ধরে রাখে গুটি কয়েক জনে!

পুরাতনের বিদায় বলে নতুনের আগমন
ধরার মাঝে যা আছে ভোগ করে মানব কুল,
কোন সৃষ্টি বৃথা নয় আছে গভীর মহাত্মা
যে বুঝে সে জানে কবি গুণের গুরুত্ব।