সমাধানে র পথ খুঁজি
সে যদি চায়
ন্যায় আর অন্যায় কথা পরে
সমাধান যদি হয় ।
দেবতা র অর্ঘ থেকে
ফুলের মালা গলায় পরে
সময়টা এখন এমন চলছে
কে কাকে তোয়াক্কা করে !
তোমার বাড়ীর কাজের ছেলে
ভোটে হয়েছে চেয়ারম্যান
এজলাশে বসার আগে
নিজের জামায় কেদারা মুছে।
বিকেল বেলা কেউ খেলতে যায় না মাঠে
সময় টা নাকি নষ্ট হবে
টিউশনিতে মাথা গুঁজে মুক্ত চিন্তা করে
মোবাইলে গেম খেলে মাঠের খেলা মিলে !