কেন মানুষ মানুষ কে অপমান করে
দেহের কোন অংশ তো আলাদা বা বেশী নয়
তবে কেন চেনা মানুষ গুলো অচেনা হয়ে যাচ্ছে  
কেন এমন করে জানি না।

খুব কষ্ট লাগে মেয়েটা যে মেয়ে হয়ে উঠেনি বলে
সে বাবার বয়সী বাবা তুল্য মানুষের কাছে নিরাপদ নয়,
নিঃস্বার্থ আশ্রয় পায়না, উপর্যুপরি ধর্ষিতা হয় !
এতটুকু কোন কাকুতি মিনতি পাষাণের মন গলে নি ।

যৌনাঙ্গ ফেটে চৌচির রক্তের প্রবাহ গড়িয়ে পড়ছে নিতম্বে
আত্মচিৎকার বাঁচার আকুতি পাষাণের কর্ণকুহরে ঢুকেনি
ভাটির গগনে যৌবন হায়েনার অদ্ভুত নো-পুংষ আচরণ
মৃত্যুর কোলে ধীরে ধীরে ঢুলে পড়ল ধর্ষিতা ।

সভ্যতার যুগে প্রাগ-ঐতিহাসিক যুগ কে হারিয়ে দিয়েছে
কিনা আমার জানা নাই,
কলম চলছে কিন্তু অন্তরের ক্ষরণ তো থামাতে পারছি না
আমরা কোন যুগে আছি এর কি কোন প্রকার প্রতিকার নাই।