মা ডাকে বাবা ডাকে
ডাকে বাড়ীর সকলে,
খোকন সোনা ভাত খাবে না
বায়না ধরেছে সকালে।
খোকন সোনা চাঁদের কনা
দিনে নাই চাঁদ,
মায়ের বড় অভিমান হয়েছে
খেলতে দিবে না আজ !
দাদুর কোলে খোকন সোনা
মিট মিটিয়ে হাসে,
খোকন সোনা খাবার না খেলে
কথা বলবে না আজ,
খোকন সোনা বেজায় পাজি
বিরক্ত করে বেশ,
খাবার কথা বললে দাদু
খাবার খেতে বসে,
মায়ের গালে চুমু দিয়ে
মান ভাঙ্গায় শেষে।