আমি তোমার পরশের অপেক্ষায় প্রহর গুনছি
সংসারে সকলে আছে, স্নেহ-ভালবাসার খামতি নেই,
তবুও মনে হচ্ছে কি নেই, কি নেই!
কিশোর যৌবন ছাত্র জীবনে কখনো এমন ফাঁকা
মনে হয়নি!
কি অদ্ভুত! তোমাকে কখনো দেখিনি আগে
মাত্র মাস চারেক বিয়ে হয়েছে, ভয় ডর শংকা
সংকোচ সব কিছু তোমার কাছে জিম্মি, অপ্সরা
হয়ে ছায়ার মত চারিদিক থেকে ঘিরে রেখেছো,
কাজের ফাঁকে স্মৃতির আয়নায় তোমার পরশের
ঝলক অনুভূতি!
যে মা আমায় গর্ভে ধরেছে, যে বাবা আমায় স্নেহ
আদর দিয়ে বড় করেছে, ভাই বোন, প্রতিবেশী সকলের
মাঝে বড় হয়েছি তাদের ভালবাসায়,
কি অদ্ভুত! কিছুতেই ভুলতে পারছিনা তোমার পরশ!
কি যাদু করেছো আমায়, ঘুমের মাঝে চমকিয়া উঠি
ঘুম আসে না বিছানার এক পাশ খালি বুকের ভিতর
হুহু করে উঠে, দুঃসহ যন্ত্রনা তোমাকে বোঝাতে পারবোনা।
মনে হয় আমার সব কিছু তোমাকে সম্প্রদান করে আমি
নিঃশেষ হয়ে গেছি, আমার বলে কিছু নেই,
তুমি আমাকে নিয়ে যাও-অপেক্ষায় প্রহর গুনছি।