আমরা যেন সবাই আইসিইউতে ভর্তি
নাকে অক্সিজেন মাস্ক বোধ শক্তি নাই!
অন্যের সাহায্য নিয়ে দৈনন্দিন কাজ করি,
শুধু চেয়ে দেখা ছাড়া কিছুই করার নাই।
নির্বাচন নির্বাচন খেলা চলছে দেশে
মানুষ মরছে অন্যের ইচ্ছা পুরনে
প্রতিবাদ করার ইচ্ছা বা আগ্রহ নাই,
মানুষ কি তাহলে পশু হয়ে গেছে!
কি অদ্ভুত নির্দেশ! কাল থেকে তেলের দাম
বৃদ্ধি, ভাড়া বুদ্ধির খায়েশে যানবাহন চলাচল বন্ধ,
যেন বালুর মাঠে বালুর বাঁধ শক্র শক্র খেলা,
জনগণ কালো চশমা পরা ?
নেতা নেত্রীরা মানুষিক ভাবে অসুস্থ যতটা না
শারীরিক ভাবে!
দেশী ডাক্তারের প্রতি ভরসা নাই
সর্দি লেগেছে বিদেশে যেতে হবে তাই!
জনগণের সুযোগ-সুবিধার কোন কথা নাই
নেতা-নেত্রীরা বাঁচলেই হয়।