কাছের মানুষ কষ্ট দিলে আকাশ ভেঙ্গে পড়ে
দ্বিগ-বিদ্বিগ হারিয়ে যেন অঘটন না ঘটে
বুকের জ্বালা জ্বলতে থাকে বাঁধন হারা হয়ে
শান্তনা দেয়ার প্রয়াস চলে উল্টো পথে হেঁটে।
অন্তর আত্মার বলিদান বিন্দু বিন্দু জলে
ছাড়ের সীমা পার করে বাঁধের দেয়াল ভেঙ্গে
বিস্ফোরণ জ্ঞান পুণ্য যা ইচ্ছে তাই বলে
কর্যের টাকার তাগাদা না থাকলে এলোমেলো ঘটে।
স্বার্থের সাথে স্বার্থের দ্বন্দ্ব বিপরীত মুখী হাঁটে
একজন ছাড় দিলে অন্য জন আঁকড়ে ধরে
সালিশী করে দেনা-পাওনার হিসাব নাহি মিলে
দিনের পরে দিন আসে জেদের পাল্লা বাড়ে
সহজ করে হিসাব করলে জটিল করে তোলে।
মানুষ বড় অদ্ভুত প্রাণী স্বার্থ নাহি ছাড়ে
লোভের চক্ষুর রক্ত লাল জ্ঞান শূন্য হলে
অসৎ পথে কামায় করলে ধ্বংস হবে বটে
অন্যের সম্পদ দখল করে মেকী ধনী সাজে
হাসি মুখের চেহারার ভিতর কষ্টের জলে ভাসে।